চমৎকার অনুসন্ধানী প্রতিবেদনও ব্যর্থ হয়ে যেতে পারে যদি লেখা গোছানো এবং ভালো না হয়। রিপোর্টটি অবশ্যই পাঠকদের কাছে বিশ^াসযোগ্য হতে হবে, তাই তথ্য হতে হবে হালনাগাদ ও সময়োপযোগী। তার সাথে প্রাসঙ্গিক এবং বিশিষ্ট ব্যক্তিদের বক্তব্য অনুসন্ধানী রিপোর্টকে আরও গুরুত্ববহ করে তুলবে, প্রতিবেদনের ওজন বাড়াবে। গ্রাফ, চার্ট ও ডায়াগ্রামের ব্যবহার পাঠককে রিপোর্টের জটিল বিষয়গুলো ভালোভাবে বুঝতে সহায়তা করবে।