দ্রষ্টব্য: এটি সম্প্রচারের জন্য লেখার পূর্ণাঙ্গ নির্দেশিকা নয়। তবে, এতে সম্প্রচারের জন্য অনুসন্ধানী প্রতিবেদনে কীধরণের ভাষা ব্যবহার এবং ভালো ধারাবর্ণনা কীভাবে তৈরি করতে হবে সে বিষয়ে কিছু আভাস দেওয়া হয়েছে।
সব সম্প্রচার প্রতিবেদনেই ভিডিও ফুটেজ বা অডিও উদ্ধৃতি থাকে। একই ছবি ও উদ্ধৃতি পটভূমিভেদে অনেকধরণের গল্প বলতে পারে। পারিপার্শ্বিক ভাষ্যের লক্ষ্য হলো আপনার গল্পটি শ্রোতাদের বুঝতে পারার বিষয়টি নিশ্চিত করা। একটি বুদ্ধিদীপ্ত লেখা খুবই সাধারণ কোনো ছবি বা গতানুগতিক উদ্ধৃতিকে নতুন আলোকে দর্শকদের কাছে হাজির করতে পারে। রেডিওতে ধারণকৃত বক্তব্যের আলোকে স্ক্রিপ্ট লেখা হলে সেটি হয় সবচেয়ে জোরালো। কিন্তু টেলিভিশনের ক্ষেত্রে রিপোর্টেও প্রভাবের ৮৫ শতাংশ নির্ভর করে ছবির ওপর। বিরক্তিকর ছবি ও উদ্ধৃতির সমস্যা ভালো লেখায়ও দূর হয় না। এর মাধ্যমে দর্শক ‘ধরা’ যায় না এবং তারা মুখ ফিরিয়ে নেয়। উভয় ক্ষেত্রেই ছবি বা রেকর্ড করা উদ্ধৃতিকে কেন্দ্র করে আপনার গল্প সাজাতে হবে। এই বিষয়কে বলা হয় ‘কানের জন্য লেখা’, ‘ছবির জন্য লেখা’, অথবা ‘শব্দের জন্য লেখা’।
ক্যামেরায় ধারণ করেছেন এমন কিছু ঘটনাস্থলের খবর বা ‘গ্রাউন্ড রিপোর্ট’ দিয়ে আপনি শুরু করুন। এরপর আপনার নিজস্ব মন্তব্যে সাবধানে নির্বাচিত শব্দ ব্যবহার করুন এবং পরের ধাপে অগ্রসর হোন:
- (১) রিপোর্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোয় জোর দিন
- (২) ছবি ও উদ্ধৃতি যেখানে শুধুমাত্র কয়েকটি দিক তুলে ধরছে সেরকম অবস্থায় ভারসাম্য আনার চেষ্টা করুন
- (৩) যে বিষয়গুলোতে আপনি দর্শকদের মনোযোগী করতে চান সেগুলো নির্বাচন করে তার ওপর জোর দিন
- (৪) বিভিন্ন চিত্র ও উদ্ধৃতিগুলো সংযুক্ত করুন এবং সময়ের সঙ্গে এগুলো কীভাবে বদলেছে তা ব্যাখ্যা করুন
- (৫) চিত্র ও উদ্ধৃতিগুলো প্রাসঙ্গিক করুন
- (৬) চিত্র বা উদ্ধৃতিগুলোর যে ব্যাখ্যা বা অর্থ বোঝাতে চান সেগুলো যোগ করুন (তবে তথ্য বিকৃত করবেন না বা বাদ দেবেন না!)
উপস্থাপক বা রিপোর্টাররা এসব বিষয় মেনে চলতে পারেন এবং এগুলো মানা উচিত। তবে এর মানে এই নয় যে, তিনি সবসময়ই দর্শক ও সংবাদের মাঝখানে ফিল্টারের মতো থাকবেন বা প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন। আপনার রিপোর্টে কোনো ব্যক্তির বক্তব্য প্রাসঙ্গিক হলে স্টেশনের নিজস্ব কন্ঠ ব্যবহার বা নিজস্ব ভাষায় প্রচারের চেয়ে সেই ব্যাক্তির কন্ঠকেই সবসময়ে প্রাধান্য দেওয়া উচিত।
সম্প্রচার মাধ্যম ও ছাপা প্রকাশনার মধ্যেকার পার্থক্য:
ছাপা প্রকাশনা | সম্প্রচার মাধ্যম |
---|---|
পত্রিকায় পাঠকরা যখন কিছু পড়েন সেটি না বুঝলে তিনি পেছন ফিরে গিয়ে আবার পড়তে পারেন। | সম্প্রচারিত সংবাদগুলো একবারই মাত্র দর্শকের সামনে দিয়ে চলে যায়। এ কারণে দর্শকদের মধ্যে বিস্তারিত মনে রাখার চেয়ে কিছুটা ধারণা পাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। সম্প্রচারিত সংবাদে পুরো প্যাকেজের ধরণ সেকারণেই বেশ গুরুত্বপূর্ণ। |
পড়ার সময় ভুলগুলো চোখে পড়ে এবং পাতাতেই থেকে যায়। | সম্প্রচার মাধ্যমে দর্শকরা প্রথমবারেই ভুলটি ধরতে পারেন অথবা কখনোই তারা ভুল ধরতে পারেন না। |
পাতা ধরে পড়ার পড়ার সুবিধার্থে সেখানে শিরোনাম, ক্যাপশন ও অনুচ্ছেদের মতো চিহ্নগুলো স্পষ্টভাবেই থাকে। | সম্প্রচারের মাঝামাঝি দেখতে এসে সেখানে কী চলছে তা বোঝা নতুন দর্শকদের জন্য বেশ কষ্টকর। |
পাঠকরা পড়া বন্ধ রেখে চলে যেতে পারেন এবং অন্য কিছু করতে পারেন। আবার যখন তারা ফিরে আসবেন কোনো কিছু না হারিয়ে যেখানে পড়া থামিয়েছিলেন সেখান থেকেই আবার শুরু করতে পারেন। | রেকর্ড করা না হলে বা ইন্টারনেটে না পাওয়া গেলে সম্প্রচারের ক্ষেত্রে দেখা থামিয়ে দিয়ে, অন্য কাজ করা সম্ভব নয়। |
ছবি ও মাল্টিমিডিয়া কনটেন্ট প্রতিবেদনের বিশ^াসযোগ্যতা বাড়াতে পারে। অনলাইন প্রকাশনা তাদের আস্থা বাড়াতে এই সুবিধা কাজে লাগাতে পারে। | সম্প্রচারিত সংবাদে বক্তব্যের পক্ষে দর্শকদের আরও বেশি প্রমাণ দেওয়া হয় (উদাহরণ: শব্দ, ছবি), যা একে আরও বেশি বিশ্বাসযোগ্য করে (এমনও শোনা যায়, ‘এটি অবশ্যই সত্য: আমি টিভিতে দেখেছি’)। একই কারণে, এটি সত্যকে আরও জোরালোভাবে বিকৃত করতে পারে। |
পড়তে বেশি সময় লাগলেও লিখিত রিপোর্ট থেকে পাঠক অনেক বেশি বিস্তারিত তথ্য পেতে পারেন। | সম্প্রচারিত সংবাদের জন্য উচ্চ-শিক্ষিত হওয়ার প্রয়োজন নেই। তবে বৈচিত্রময় দ্রুত চলা প্যাকেজ বোঝার জন্য ভালো সাধারণ জ্ঞান প্রয়োজন। |
পডকাস্ট ব্যতীত সম্প্রচারিত সংবাদ শুধুমাত্র সময়ের সঙ্গে সঙ্গেই ঘটে। এখানে পত্রিকার মতো বস্তুগত কোনো বিষয় থাকে না।
এসব কারণে সম্প্রচারিত সংবাদ এবং দর্শকদের এগুলো গ্রহণ করার ধরণ থেকে বোঝা যায়, সম্প্রচারের জন্য যে ভাষায় আগাতে হয় সেটি প্রিন্ট মিডিয়ায় ব্যবহৃত ভাষা থেকে ভিন্ন। অবশ্য মাধ্যম যাই হোক না কেন, সংক্ষিপ্ত সময় ও জায়গার মধ্যে আপনাকে উল্লেখযোগ্য সংখ্যক তথ্য অন্তর্ভুক্ত করতে হবে। তাই ‘অতিগুরুত্বপূর্ণ বা আকর্ষণীয় তথ্য’ অথবা ধারণা খুঁজে নিন যা দ্রুততম সময়ে আপনার দর্শকদের ধরতে পারবে। আর এটি ব্যবহার করুন আপনার অনুসন্ধানী প্যাকেজের শুরুতেই।