সাংবাদিকতার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সাক্ষাৎকার। কিন্তু, অনুসন্ধানী সাংবাদিকতার জন্য একটু বেশি প্রস্তুতি নিতে হয়; খবরের বিষয় এবং সূত্রগুলো সম্পর্কে প্রয়োজনীয় সবকিছু জানতে আগেই খোঁজ-খবর করে নিতে হয়। তাহলেই কেবল আপনি যুৎসই প্রশ্নগুলো করতে পারবেন। অনুসন্ধানী সাংবাদিকতা হতে পারে স্পর্শকাতর, তা বিতর্কের জন্ম দিতে পারে এবং তাতে কারো সুনামও নষ্ট হতে পারে। আবার, এগুলোর সবই একযোগে হতে পারে। এ কারণেই সাক্ষাৎকারের দক্ষতা শানিয়ে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, যাতে আপনি ছক করে নিতে পারেন কী ধরনের প্রশ্ন করবেন এবং কোন প্রশ্ন আগে ও কোন প্রশ্ন পরে করবেন। তাছাড়া, সাক্ষাৎকার গ্রহণের সময় কিছু নৈতিক বিষয়ও বিবেচনায় রাখতে হবে।