সাক্ষাৎকারের কোনো পর্যায়ে আপনাকে হয়তো খুবই নাড়া দেওয়া কোনো প্রশ্ন করতে হতে পারে। যেমন আপনার সাক্ষাৎকারদাতার সঙ্গে কোনো সন্ত্রাসী সংগঠনের সম্পর্ক আছে- এমন অভিযোগ। সেক্ষেত্রে আপনি এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন: “আমার এই সাক্ষাৎকারে এখন পর্যন্ত যা পেয়েছি তাতে পরস্পরবিরোধী ধারণা তৈরি হয়। যেমন…”, “আমার সম্পাদক বলে দিয়েছেন, আমি যেন এই এই প্রশ্নটা অবশ্যই আপনাকে করি…।” গাছে ঝাঁকি মারুন, কিন্তু কখনোই মিথ্যার আশ্রয় নেবেন না। অথবা, অন্য কোনো সূত্রের পরিচয় বলে দেবেন না। উদাহরণস্বরূপ, আপনি বলতে পারেন: “এটা হয়তো আপনি জানতে আগ্রহী হবেন যে অন্য একটি সূত্র আমাকে জানিয়েছেন, তিনি আপনাকে দেখেছেন…”, অথবা “আপনার বিষয়ে একটা গুজব আছে। কিন্তু, আমরা সবাই জানি এই গুজবটা কতটা অনির্ভরযোগ্য”।