১.৩ খসড়া শেষ, আবার লিখুন


এই পর্যায়ে, আপনার সব উপাদান কোন অংশে কীভাবে যাবে তা বাছাই এবং সব উদ্ধৃতি ও গবেষণার তথ্য সাজানোর ধারণা ঠিক হয়ে গেছে। এখন আপনার প্রথম খসড়াটি লেখার সময়। অনেকেই প্রথম খসড়ার উদ্দেশ্য নিয়ে ভুল বোঝে। এটি পূর্ণাঙ্গ রিপোর্ট নয়, তাই চূড়ান্ত বলে মনে করার কোনো কারণ নেই। বরং এটি হলো একটি নকশা, যা আপনাকে রিপোর্টটি কেমন দেখাবে বুঝতে সাহায্য করে। একই সঙ্গে আরও কিছু কাজ করতে হবে কিনা তা বুঝতেও এটি সহায়তা করে। এই পর্যায়ে, আপনার মার্জিত ভূমিকা, পরিচ্ছন্ন সমাপ্তি বা পরিশীলিত ভাষা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এখানে আপনি লিখছেন, সম্পাদনা করছেন না। আপনি যা করছেন, তা হলো, আপনার সব তথ্য-উপাত্ত বা লেখার মালমসলা একসঙ্গে কাগজে লিখে রাখছেন।