২.৩ ডিজিটাল অনুসন্ধান


ইন্টারনেটের কল্যাণে রিপোর্টারদের জন্য তথ্যপ্রাপ্তি, এবং সেই তথ্যকে সাজানো, পুনরুদ্ধার ও বিশ্লেষণের সুযোগ বেড়ে গেছে নাটকীয়ভাবে। কয়েকটি সুপরিচিত সার্চ প্রোগ্রামের মধ্যে আছে ডাকডাকগো (DuckDuckGo) এবং মেটা-ক্রলার্স (meta-crawlers), যারা একই সঙ্গে চার থেকে পাঁচটি সার্চ ইঞ্জিনে অনুসন্ধান চালাতে পারে। ওয়েবে কার্যকর অনুসন্ধানের কৌশল হলো, গুরুত্বর্পূণ শব্দ (কী-ওয়ার্ড) ও বাক্যাংশ নির্বাচন। এগুলো হতে হবে স্পষ্ট ও সুনির্দিষ্ট, যাতে সার্চ-ফলাফলে অপ্রাসঙ্গিক বিষয় বাদ পড়ে। সেরা ফলাফলের জন্য আপনি নিজের পছন্দ অনুযায়ী সার্চকে সাজিয়ে নিতে পারেন। ডাকডাকগোতে আপনি চাইলে সময়, অঞ্চল এবং ভাষা নির্বাচন অথবা নিজস্ব অনুসন্ধান কৌশল প্রয়োগ করতে পারবেন।

সার্চের ব্যাপকতা কমাতে নির্বাচিত শব্দ বা কী-ওয়ার্ড ব্যবহার একটি সহজ কৌশল। তবে প্রায় সময়ই, শুধু কিওয়ার্ড যথেষ্ট হয় না। ধরা যাক, আপনি জন স্মিথ নামে কোনো ব্যক্তির তথ্য খুঁজছেন। সার্চ ইঞ্জিনে কেবল তার নাম লিখে অনুসন্ধান করলে আপনার সামনে হাজির হবে এই দুটি শব্দ আছে এমন প্রতিটি ফলাফল। এই নাম সংশ্লিষ্ট লাখ লাখ রেকর্ড পাওয়া যাবে। অপ্রয়োজনীয় তথ্যের স্তুপে তলিয়ে যাওয়া এড়াতে কাক্সিক্ষত জন স্মিথের কিছু বৈশিষ্ট্য যেমন তাঁর বসবাসের জায়গা বা তাঁর পেশা লিখে অনুসন্ধান করতে হবে। ইন্টারনেটে অনুসন্ধানের ক্ষেত্রে আপনি যদি স্ক্রিনশট ব্যবহারের পরিকল্পনা করে থাকেন, তাহলে তা নেওয়ার আগে খোলা ট্যাবগুলো বন্ধ করে দেওয়ার কথা সবসময়ই মনে রাখতে হবে। সেখান থেকে স্পর্শকাতর তথ্য অপসারণ করতে হবে, না হলে আপনার স্ক্রিনশটে ওইসব তথ্যগুলোও প্রকাশ হয়ে যেতে পারে।

কাঠামোবদ্ধ এবং সহজে অনুসন্ধান করা যায়, এমন কৌশলে নিজের তথ্যভান্ডার তৈরি করা ভালো। যখন আপনি ইন্টারনেট থেকে নথি নিয়ে সংরক্ষণ করবেন কিংবা সাক্ষাৎকার বা কোনো নোট সংরক্ষণ করবেন, এগুলো এমনভাবে সাজাতে হবে যেন পরে তা আবার সহজে খুঁজে পাওয়া যায়। এ ক্ষেত্রে কিছু প্রকল্প ব্যবস্থাপনা টুল ব্যবহার করা যেতে পারে।

সবশেষে বিবেচনায় রাখতে হবে এই নৈতিক বিষয়গুলো:

  • !   যদি সম্ভব হয়, বিস্তারিত তথ্যসূত্র বা মূল ওয়েবসাইটের লিংক প্রকাশ করুন; অনুসন্ধানে প্রাপ্ত তথ্য ও তার ব্যবহারে স্বচ্ছতা বজায় রাখুন।
  • !   সাবধানতার সঙ্গে তথ্য যাচাই করুন, বিশেষ করে তথ্যটির তারিখ।
  • !   পরিসংখ্যাণগত ও সংখ্যাতাত্ত্বিক তথ্যের ব্যাপারে সঠিক উপসংহারে পৌঁছান; আপনার পাঠক হয়তো গণনার কাজটি করতে পারবে না এবং আপনার অংকের ওপরই তাদের ভরসা করতে হবে।

অনুসন্ধান ও গবেষণার কিছু কৌশল পাওয়া যাবে এখানে: http://researchclinic.net বা এখানে: https://www.youtube.com/watch?v=R0DQfwc72PM