১.৩ ডেটা ইন ইউজ বা ব্যবহারে থাকা তথ্য


‘ডেটা ইন ইউজ’ বা ‘ব্যবহারে থাকা তথ্য’ বলতে আপনার ডিভাইসের ওইসব ডেটাকে বোঝায় যা অব্যাহতভাবে সক্রিয় নথি বা তথ্য দেওয়ার কারণে পরিবর্তন হচ্ছে। এগুলি প্রায়ই কম্পিউটারের র‌্যানডম অ্যাকসেস মেমরি (র‌্যাম) বা ক্যাশ-এ জমা থাকে। এই অধ্যায়ে এধরণের তথ্য রক্ষায় বিভিন্ন সুরক্ষা প্রোগ্রাম এবং সেগুলোর কাজ নিয়ে আলোচনা করা হবে।