১.৪ ব্যবহারে থাকা তথ্য বা ডেটা ইন মোশন


‘ব্যবহারে থাকা তথ্য বা ডেটা ইন মোশন’ বলতে বোঝানো হচ্ছে সেই ধরনের তথ্য, যেগুলো এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে যাতায়াত করে। যেমন, ইমেইল ও টেক্সট মেসেজ। নিম্নলিখিত সুরক্ষা টুলগুলো তথ্য প্রাপকের কাছে পৌঁছানোর আগে সেটাতে তৃতীয় পক্ষের অনুপ্রবেশ এবং তাতে পরিবর্তন ঘটানোার ঝুঁকি এড়িয়ে গন্তব্যে পৌঁছে দেয়।